Frequently Asked Questions

আমরা আপনার কিছু প্রশ্ন ও উত্তর দেয়ার চেষ্টা করলাম

আমাদের নিজস্ব পেশার বাহিরে (যেমন অফিস ও ব্যবসা বাণিজ্যের ) বাহিরে সম্পূর্ণ ভার্সুয়াল অফিস স্টাইলে,ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে কাজ করে বাহিরের কোন সোর্স থেকে আয় করা কে আউটসোর্সিং বলে।
• আমাদের কোর্স সমূহ: • প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন কোর্স (মেয়াদ ২ মাস ) • প্রফেশনাল ডিজিটাল মাকেটিং কোর্স (মেয়াদ ২ মাস ) • প্রফেশনাল ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোর্স (মেয়াদ ৩ মাস ) • সি পি এ মার্কেটিং কোর্স (মেয়াদ ১ মাস ) • এন্ড্রয়েড এপ ডেভেলপমেন্ট কোর্স (মেয়াদ ২ মাস )
হ্যা পারবেন। আপনি আমাদের ক্লাস নিয়িমিত করেন এবং কাজ করেন আপনার ইনকাম এর ব্যবস্থা আমরা করবো।
বর্তমান সময় তরুনদের কাছে সবচাইতে আলোচিত একটি শব্দ টি হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এর অর্থ হলো স্বাধীন বা মুক্তপেশা। অন্যভাবে বলা যায়, নিদিষ্ট কোন প্রতিষ্ঠানের অধীনে না থেকে স্বাধীনভাবে কাজ করে আয় করা কে ফ্রিল্যান্সিং বলে।
আপনি পারবেন ! যারা কম্পিউটার পারেনা তাদের কে আমরা কম্পিউটার এ স্কিল ডেভেলপ এর জন্য আমাদের এই কোর্স সমূহ।
আপনাকে সাপোর্ট দেয়ার জন্য আমাদের সাপোর্ট টীম সময় প্রস্তূত। আপনি লাইফটাইম সাপোর্ট পাবেন আমাদের প্রতিষ্ঠান থেকে।

Didn't find the answer?